মক্তব বিভাগের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে এবং কিতাব বিভাগের শুধু প্রথম বর্ষে নতুনদের দাখেলা গ্রহণ করা হয়।
দাখেলার ন্যূনতম যোগ্যতা :
মক্তব বিভাগ
প্রথম শ্রেণী:
১- বয়স ৭ বছর ৬ মাসের কম হওয়া।
২- সহজ বাংলা লেখা বানান করে পড়তে পারা।
৩- আরবী হরফসমূহ চিনতে পারা।
মক্তব দ্বিতীয় শ্রেণী:
১- বয়স ৮ বছর ৬ মাসের কম হওয়া।
২- বাংলা পড়া ও লেখার ক্ষেত্রে বাংলায় বিসমিল্লাহ ১-২ এবং তারবিয়াতের ক্ষেত্রে মাদানী মক্তবের প্রথম শ্রেণীর মানোত্তীর্ণ হওয়া।
৩- কায়দা পাঠ সমাপ্ত করা।
কিতাব বিভাগ:
হাফেজদের ক্ষেত্রে:
১- বয়স ১৩ বছর ৬ মাসের কম হওয়া।
২- কুরআন শরীফ ভালোভাবে ইয়াদ থাকা।
৩- মাদানী মক্তবের সমমানের বাংলা পড়া ও লেখা জানা।
গায়রে হাফেজদের ক্ষেত্রে:
১- বয়স ১১ বছর ৬ মাসের কম হওয়া।
২- নাযেরা সহীহ-শুদ্ধ ও সাবলীলভাবে পড়া জানা ।
৩- মাদানী মক্তবের সমমানের বাংলা পড়া ও লেখা জানা।
হিফয শুরু করার পর অসমাপ্ত অবস্থায় দাখেলার আবেদন গ্রহণযোগ্য হবে না
অন্য কোন মাদরাসায় কিতাব বিভাগে পড়লে দাখেলার আবেদন গ্রহণযোগ্য হবে না
রামাযান থেকে শিক্ষাবর্ষের সূচনা হয় এবং রামাযানের দুই মাস পূর্বে পয়লা রজব থেকে দাখেলার আবেদন গ্রহণ করা হয়।
পয়লা রজব থেকে মাদরাসার ওয়েব সাইট www.mimalmadinah.com এ প্রবেশ করে আবেদন করতে হবে।
মাদরাসাতুল মাদীনাহ এর- সকল বিভাগের নতুন শিক্ষর্থীদের
অনলাইন দাখেলার আবেদনপত্র